গবেষণাপত্র আহ্বান,পঞ্চম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন ২০১৮

গবেষণাপত্র আহ্বান পঞ্চম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন ২৫ – ২৮ জানুয়ারি, ২০১৮ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা, বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ২৫ – ২৮ জানুয়ারি, ২০১৮-তে অনুষ্ঠিতব্য পঞ্চম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনার জন্য প্রস্তাব আহ্বান করা হচ্ছে। বঙ্গবিদ্যার অন্তর্গত এবং বঙ্গবিদ্যা সম্পর্কিত যে কোনো বিষয়ে, যেমন সাহিত্য এবং সাহিত্য সমালোচনা, তুলনামূলক সাহিত্য, ভাষাতত্ত্ব, লোকসংস্কৃতি, সংস্কৃতিবিদ্যা, গণমাধ্যমবিদ্যা, ইতিহাস, অর্থনীতি, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, উন্নয়ন বিদ্যা, পরিবেশবিদ্যা, সমাজবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, দর্শন, চারুকলা, প্রত্নবিদ্যা, জাদুঘরবিদ্যা প্রভৃতি বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা যাবে। গবেষণাপত্র বাংলা অথবা ইংরেজি যে কোন একটি ভাষাতে উপস্থাপন করা যাবে। ১৫ এপ্রিল, ২০১৭-এর মধ্যে গবেষণাপত্রের সারসংক্ষেপ (৮০০-১০০০ শব্দের মধ্যে) পঞ্চম সম্মেলনের ওয়েবসাইটে http://www.icbs5.com/event/abstract-submission এই লিঙ্কে গিয়ে জমা করতে হবে। সারসংক্ষেপে আলোচিতব্য প্রাথমিক উপাদান, গবেষণা পদ্ধতি/দৃষ্টিভঙ্গী, সম্পর্কিত বিষয়ে পূর্ব-গবেষণার সমীক্ষা এবং প্রস্তাবিত গবেষণাপত্রের মৌলিকতা সম্পর্কে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। সম্মেলনের জন্য নাম নথিভুক্ত করা সম্পর্কিত বিস্তৃত তথ্য সারসংক্ষেপ গৃহীত হওয়ার সিদ্ধান্তের সঙ্গে জানানো হবে। ধন্যবাদান্তে, অধ্যাপক খালেদ হোসেইন আহ্বায়ক, পঞ্চম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন icbs2018@gmail.com www.icbs5.comগুরুত্বপূর্ণ তারিখগুলোঃ সারসংক্ষেপ জমা করার শেষ তারিখঃ ১৫ এপ্রিল, ২০১৭ সারসংক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত জানানোর তারিখঃ ১ মে, ২০১৭ পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা করার শেষ তারিখঃ ১ জুলাই, ২০১৭ গবেষণাপত্র গ্রহণ সম্পর্কিত চিঠি পাঠানোর তারিখঃ ১ আগস্ট, ২০১৭ সম্মেলনের জন্য নাম নথিভুক্ত করার সময়সীমাঃ ১ আগস্ট ২০১৭ – ১ নভেম্বর ২০১৭
 
 
 
 

top