বিজ্ঞপ্তি

 

আন্তর্জাতিক আলোচনাচক্র

শতবর্ষে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় তাঁর সমকালীন বাংলা সাহিত্য

(আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ ও মহাত্মা গান্ধী কলেজ কর্তৃক যৌথভাবে আয়োজিত)

 

বিজ্ঞপ্তি

আলোচনাচক্রে অংশগ্রহণের জন্য যাঁরা সংক্ষিপ্তসার পাঠিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। নিম্নোক্ত গবেষকদের পাঠানো সারসংক্ষেপ আলোচনাচক্রে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে:

 

১। মুজিবুল রহমান সরদার

২। মানস পাত্র

৩। মনোজ নস্কর

৪। সুমন দাস

৫। দেবরুদ্ধ বাগ

৬। সোমদত্তা ঘোষ (কর)

৭। পল্লবী শীল

৮। ছন্দা ঘোষ

৯। বিশ্বজিৎ সরকার

১০। অমিত দে

১১। তপন বর

১২। বিপ্লব চক্রবর্তী

১৩। উদয় সরদার

১৪। মৃন্ময় ঘটক

১৫। বাসন্তী মণ্ডল

১৬। গুলশন

১৭। সঞ্জিত সরকার

১৮। বিকাশ বর্মন

১৯। দেবযানী দে

২০। ভাস্কর দাশগুপ্ত

২১। প্রতাপচন্দ্র দাস

২২। আদর্শ কুমার

২৩। শাহনাজ বেগম

২৪। গৌতম নন্দী

২৫। শুভদীপ মুখার্জী

২৬। প্রীতম মণ্ডল

২৭। লক্ষ্মী অট্ট

২৮। সুখেন্দু সাহা

২৯। অমল মোদক

৩০। মৃণাল চন্দ্র হালদার

৩১। সারাবান তাহুরা

৩২। দুরন্ত মণ্ডল 

 

সকলকে আগামী ১০ মার্চের মধ্যে নিম্নোক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিবন্ধন-চাঁদা জমা করতে অনুরোধ করা হচ্ছে:

Name: M. G. College, Lalpur

Account No: 11251196006

Bank: State Bank of India, Hura Branch

IFSC: SBIN0002067

 

নিবন্ধন-চাঁদা: ৬০০ টাকা।

আয়োজকরা আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য একরাত্রি পুরুলিয়াতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করবেন। আগ্রহী অংশগ্রহণকারীদের এজন্য অতিরিক্ত ৪০০ টাকা, অর্থাৎ মোট ১০০০ টাকা জমা করতে হবে।

নিবন্ধন-চাঁদা জমা করার রসিদ/স্ক্রিনশট isbs19.mgc@gmail.com–এ মেইল করে পাঠাতে অনুরোধ করা হচ্ছে।

আলোচনাচক্রে উপস্থাপিত প্রবন্ধগুলির সংকলন পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশিত হবে।

 

অধ্যাপক সনৎ কুমার নস্কর

সম্পাদক

ভারত শাখা, আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ।

 

 

 

 
 

     
     
     
     

    top