অধ্যাপক হায়াৎ মামুদ (জন্ম ১৯৩৯) বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক, কবি এবং অনুবাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে পিএচ ডি করেছেন। ২০০৪ পর্যন্ত তিনি জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি রুশ ভাষা থেকে বাংলায় বহু অনুবাদ করেছেন। এছাড়া একাধিক জীবনীগ্রন্থ এবং সাহিত্য সমালোচনাগ্রন্থ লিখেছেন।