বাংলাবিদ্যাচর্চা : ইতিহাস ও সমাজতত্ত্ব

 

 বাংলা বিভাগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ আয়োজিত

দু-দিনের আন্তর্জাতিক আলোচনাচক্রের জন্য গবেষণাপত্র আহ্বান করা হচ্ছে

 

আলোচনাচক্রের বিষয়

বাংলা বিদ্যাচর্চা : ইতিহাস ও সমাজতত্ত্ব

আলোচনাচক্রের তারিখ : ১২ ও ১৩ সেপ্টেম্বর ২০১৯

 

এক হাজার (১০০০) শব্দের সংক্ষেপসার জমা দেওয়ার শেষ দিন   : ৩০ জুলাই ২০১৯

সংক্ষেপসার সম্পর্কে তথ্য জানানোর দিন                                : ০৫ অগাস্ট ২০১৯

নিবন্ধীকরণের শেষ দিন                                                       : ১২ অগাস্ট ২০১৯

 

নিবন্ধীকরণ

 

গবেষণাপত্র উপস্থাপক : ১০০০ টাকা

অংশগ্রহণকারী : ৮০০ টাকা

 

গৃহীত গবেষণাপত্রের লেখকদের নিবন্ধীকরণের যাবতীয় তথ্য ৩০ জুলাই ২০১৯-এ জানিয়ে দেওয়া হবে।

 

গবেষণাপত্র উপস্থাপক ছাড়া অন্যরাও অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহীদের ২০ জুলাইয়ের মধ্যে মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের ১২ অগাস্ট এর মধ্যে নিবন্ধীকরণ চাঁদা দিয়ে নিবন্ধীকরণ করতে হবে।

 

 

সংক্ষেপসার এবং গবেষণাপত্র জমা দেওয়ার প্রক্রিয়া

বাংলা লেখা ‘ইউনিকোড’-এ (Unicode)পাঠাতে হবে

মেইল আই ডি: banglabidya2019@gmail.com

ফোন : ৯১৯৪৩২১৩৪৯৫৩/৯১৯৪৩৩৭২৭৮৪৬

 

গবেষণাপত্র উপস্থাপনের ক্ষেত্র

* বাংলা বিদ্যাচর্চার ইতিহাস

* সমাজতত্ত্বের নিরিখে বাংলা বিদ্যাচর্চা

* বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা বিদ্যাচর্চা

* জাতীয় আন্দোলন ও বাংলা বিদ্যাচর্চা

* বাংলা বিদ্যাচর্চায় পাঠক্রমের বিবর্তন 

* বাংলা বিদ্যাচর্চায় প্রশ্নপত্রের বিবর্তন

* বাংলা বিদ্যাচর্চায় গবেষণা পরিসরের বিবর্তন 

* ধর্মীয় আন্দোলন ও বাংলা বিদ্যাচর্চা

* ভাষা আন্দোলন ও বাংলা বিদ্যাচর্চা

* পুথি ও বাংলা বিদ্যাচর্চা

* বাংলাদেশের উত্থান ও বাংলা বিদ্যাচর্চা

* বাংলা বিদ্যাচর্চা ও অন্যান্য সাহিত্যচর্চা 

* বাংলা বিদ্যাচর্চা: ভারত ও বাংলাদেশ 

* বাংলা বিদ্যাচর্চা ও পত্রপত্রিকা 

* বহির্ভারতে বাংলা বিদ্যাচর্চা

* বাংলা বিদ্যাচর্চায় অবাঙালি মনন 

* বিশ্বায়ন ও বাংলা বিদ্যাচর্চা

* গণমাধ্যম ও বাংলা বিদ্যাচর্চা

 

অতিরিক্ত তথ্য

  • সংক্ষেপসার পাঠানোর সময় মেইলে নাম, লিঙ্গ, বয়স, পেশা, ঠিকানা, ফোন নম্বর ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।
  • দু-দিনের দুপুরের আহার, চা, শংসাপত্র নিবন্ধীকরণ প্রক্রিয়ার অধীন।
  • কলকাতার বাইরের অংশগ্রহণকারীদের নিজেদের থাকার ব্যবস্থা করতে হবে।
  • অনুষ্ঠানসূচি ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • দেশি/বিদেশি অংশগ্রহণকারীদের কোনোরূপ পরিবহন ব্যয় দেওয়া হবে না।
  • আলোচনাচক্র সংক্রান্ত যে-কোনো বিষয়ে যোগাযোগ করতে নিম্নলিখিত মেইল আই ডি ব্যবহার করুন:  

banglabidya2019@gmail.com

 

যোগাযোগ : 

যুগ্ম-আহ্বায়ক

ড. সন্দীপকুমার মণ্ডল      : ০৯৪৩২১৩৪৯৫৩

ড. অয়ন্তিকা ঘোষ          : ০৯৪৩৩৭২৭৮৪৬

 
 

     
     
     
     

    top