গবেষণাপত্র আহ্বান : ৭ম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন

 

                                                                               

আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ

গবেষণাপত্র আহ্বান

৭ম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন

১৬ ডিসেম্বর – ২০ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সপ্তম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে (১৬ ডিসেম্বর – ২০ ডিসেম্বর, ২০২৪) গবেষণাপত্র উপস্থাপনের জন্য সারসংক্ষেপ আহ্বান করা হচ্ছে।

এবারের সম্মেলনের মূল বিষয় ‘বাংলা ও বাঙালির একুশ শতক’। এছাড়া বঙ্গবিদ্যার সঙ্গে সম্পর্কিত নন্দনতত্ত্ব, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, তুলনামূলক সাহিত্য, ভাষাতত্ত্ব, লোকসংস্কৃতি, সংস্কৃতিবিদ্যা, গণমাধ্যমবিদ্যা, ইতিহাস, অর্থনীতি, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, উন্নয়নবিদ্যা, পরিবেশবিদ্যা, সমাজবিদ্যা, দর্শন, চারুকলা, জাদুঘরবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি যে কোনও বিষয়ে বাংলা ও ইংরেজিতে সারসংক্ষেপ প্রেরণ করা যাবে।

সারসংক্ষেপ পাঠানোর পোর্টালে (https://icbs.bangabidya.org/) ১৫ মার্চ, ২০২৪ থেকে ১৫ এপ্রিল, ২০২৪-এর মধ্যে সারসংক্ষেপ জমা করা যাবে। অনধিক ৫০০ শব্দের মধ্যে সংক্ষিপ্তসার পাঠাতে হবে। সারসংক্ষেপের মধ্যে রচিতব্য গবেষণাপত্রের বিষয়, গবেষণা পদ্ধতি, পূর্ব-গবেষণার সমীক্ষা এবং প্রস্তাবিত গবেষণার মৌলিকতার রূপরেখা থাকা কাম্য। নির্বাচিত রচনাপঞ্জির সংযুক্তিও কাম্য।

সম্মেলনে উপস্থাপনের জন্য গৃহীত হলে সারসংক্ষেপ জমা দেওয়ার দুই সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন ফি, সম্মেলন পরিসর, বাসস্থান ইত্যাদির তথ্যসহ বার্তা পাঠানো হবে।   

  

অধ্যাপক ড. হাকিম আরিফ, মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, 

শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

এবং 

অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য, অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় 

আহ্বায়ক, ৭ম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন 

যোগাযোগ: icbs7@bangabidya.org 

ওয়েবসাইট: https://icbs.bangabidya.org/ 

 
 

     
     
     
     

    top