গবেষণাপত্র আহ্বান(১৪.০৭.২০২১)

 

দেশভাগ পরবর্তী বাঙালি মুসলিম নারী : অধিকারের লড়াই

আন্তর্জালিক আলোচনাচক্র

২ - ৪ ফেব্রুয়ারি, ২০২২

 

আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ

মানবীবিদ্যাচর্চা কেন্দ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা

সমাজবিজ্ঞান এবং জেন্ডার স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ঢাকা

 

প্রস্তাবনা

নারীর ইতিহাস সব দেশেই জাতি-বর্ণ-ধর্ম-শ্রেণির প্রেক্ষিতে বৈচিত্র্যময়। বাঙালি নারীর ইতিহাসও এর ব্যতিক্রম নয়। সেই ইতিহাসের চলন নিয়ে নানা ক্ষেত্রে গবেষণামূলক কাজও হয়ে চলেছে নিরন্তর। এই ধারাতেই বাঙালি নারীর বিশেষ এক বর্গের ইতিহাসকে বিশ্লেষণের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে দেশভাগ পরবর্তী বাঙালি মুসলিম নারীর অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনাচক্র। দেশভাগ বাঙালি নারীর ইতিহাসকেও করেছে দ্বিখণ্ডিত। ধর্মীয় পরিচিতির নিরিখে মুসলিম নারী এক ভাগে হয়েছেন সংখ্যাগরিষ্ঠ, আরেক ভাগে সংখ্যালঘু। স্বাভাবিক ভাবেই দুপারে তাঁদের অভিজ্ঞতাও দুই ভিন্ন ধারায় বয়েছে। সেই ভিন্নতার পেছনে যেমন রয়েছে দুটি অঞ্চলের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ইতিহাসের ভিন্ন গতি, তেমনি রয়েছে দুটি অঞ্চলেরই নারীদের শ্রেণি-শিক্ষা-জাতি-উপভাষা-গ্রাম-শহর ভেদে অধিকারের অসাম্য। দেশভাগ পরবর্তী বাঙালি মুসলিম নারীর অভিজ্ঞতা, অধিকারের লড়াই এবং প্রাপ্তি-অপ্রাপ্তির বহুমাত্রিকতাকে যৌক্তিক ভাবে বুঝে নেওয়ার কাজে এই আলোচনাচক্র একটি মাইলফলক হয়ে উঠবে বলেই আমাদের প্রত্যাশা।

এই আলোচনাচক্রে উপস্থাপনের জন্য গবেষকদের কাছ থেকে বাংলা বা ইংরেজি গবেষণাপত্র আহ্বান করা হচ্ছে।

 

গবেষণাপত্র উপস্থাপনের সম্ভাব্য ক্ষেত্র-

  • বাঙালি মুসলিম নারীর বর্গপরিচিতি এবং অপরাপর বর্গের সঙ্গে তার সম্পর্ক
  • দেশভাগ ও দেশভাগ-পরবর্তী অভিবাসন
  • সামাজিক-রাজনৈতিক-সাংগঠনিক-প্রাতিষ্ঠানিক পরিসর
  • ব্যক্তিস্বাতন্ত্র্যের অধিকার
  • সাহিত্য-শিল্প, পত্র-পত্রিকা, গণমাধ্যম, এবং নয়া সামাজিক মাধ্যম
  • জাতীয়তাবাদী-সমাজতান্ত্রিক-ধর্মীয় আন্দোলন
  • কেন্দ্র-প্রান্ত, জাতি, ভাষা-উপভাষা ইত্যাদি পরিপ্রেক্ষিত
  • অন্য যে-কোনো প্রাসঙ্গিক বিষয়

 

গবেষণাপত্র জমা দেওয়ার প্রক্রিয়া:

তিন হাজার (৩০০০) শব্দের গবেষণাপত্র জমা দেওয়ার শেষ দিন- ১৫ নভেম্বর, ২০২১

বাংলা লেখা ‘অভ্র ইউনিকোড’-এ পাঠাতে হবে।

বাংলা গবেষণাপত্রে উৎসনির্দেশের জন্য ‘বঙ্গবিদ্যা উৎসনির্দেশরীতি’ এবং ইংরেজি গবেষণাপত্রে উৎসনির্দেশের জন্য এ. পি. এ. রীতি ব্যবহার করতে হবে।

গবেষণাপত্র জমা দেওয়ার মেইল আই-ডি: conffeb22@bangabidya.org

গবেষণাপত্র সম্পর্কে সিদ্ধান্ত জানানোর তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২১

বইয়ের জন্য লেখা পাঠানোর শেষ দিন- ২৮ ফেব্রুয়ারি, ২০২২

অংশগ্রহণকারীদের বই পাঠানোর তারিখ- ৩০ মে, ২০২২

(অতিমারীর কারণে তারিখ পরিবর্তিত হতে পারে।)

 

নিবন্ধীকরণ

নিবন্ধীকরণের চাঁদা- ২৫০০/- (ছাত্রদের ৫০০/-)

গৃহীত গবেষণাপত্রের লেখকদের নিবন্ধীকরণচাঁদা জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য গবেষণাপত্র সম্পর্কিত সিদ্ধান্তের সঙ্গে জানিয়ে দেওয়া হবে।

 

আহ্বায়ক,

ড. আফরোজা খাতুন, আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ

অধ্যাপক নন্দিতা ধাওয়ান, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

অধ্যাপক মালেকা বেগম, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ঢাকা

অধ্যাপক সাঈদ ফেরদৌস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা

 

সহযোগী আহ্বায়ক,

অধ্যাপক আইনুন নাহার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা

অধ্যাপক ঐশিকা চক্রবর্ত্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

ড. তমান্না এমি, আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ

যোগাযোগ: conffeb22@bangabidya.org

 
 

     
     
     
     

    top