গবেষণাপত্র আহ্বান(২৮.০৭.২১)

 

গবেষণাপত্র আহ্বান

আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

৩য় আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনাচক্র

১৪-১৬ ডিসেম্বর, ২০২১

প্রস্তাবনা

১৯৪৭-এর ধর্মভিত্তিক দেশভাগ জন্ম দিয়েছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু প্রায় দু’হাজার মাইলের ব্যবধানে অবস্থিত পাকিস্তানের পূর্ব ও পশ্চিম প্রদেশের সম্পর্ক কোনোদিনই সুস্থির হয়ে ওঠেনি। অবশেষে ভাষিক জাতীয়তাবাদের ভিত্তিতে শুরু হয় পূর্ব পাকিস্তানের স্বাধীনতার সংগ্রাম। অবর্ণনীয় অত্যাচার সহ্য করে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতা। ১৯৭১ সালের ২৬ মার্চ জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ, বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় বাঙালি অস্তিত্বের নবীনতম অভিজ্ঞান। ২০২১ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর— বাঙালির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার সুবর্ণজয়ন্তী। আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ এই উপলক্ষ্যে একাধিক আলোচনাচক্রের আয়োজন করছে। এই আলোচনাচক্রমালার ধারায়  আগামী ১৪-১৬ ডিসেম্বর, একটি আন্তর্জালিক আলোচনাচক্র অনুষ্ঠিত হবে।

এই আলোচনাচক্রে উপস্থাপনের জন্য গবেষকদের কাছ থেকে বাংলা ও ইংরেজি গবেষণাপত্র আহ্বান করা হচ্ছে।  

 

গবেষণাপত্র উপস্থাপনের সম্ভাব্য ক্ষেত্র

জাতীয়তাবাদের বিভিন্ন অভিব্যক্তি এবং বাংলাদেশের উত্থান

মুক্তিযুদ্ধে বিভিন্ন পেশাগত-লৈঙ্গিক-সামাজিক-ধর্মীয় বর্গের ভূমিকা

স্বাধীনতা সংগ্রামের রাজনৈতিক এবং সামরিক ইতিহাস

পত্রপত্রিকা ও অন্যান্য গণমাধ্যমে মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা

মুক্তিযুদ্ধে অন্যান্য দেশের ভূমিকা

বাংলাদেশের স্বাধীনতা: কূটনৈতিক ইতিহাস

মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদ: বাংলাদেশের অন্যান্য জাতিগোষ্ঠীর ভূমিকা

মুক্তিযুদ্ধ ও বাংলা শিল্প-সাহিত্য-সংস্কৃতি

স্মৃতিকথায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

স্বাধীন বাংলাদেশ: স্বপ্ন ও বাস্তবায়ন

অন্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়

 

প্রবন্ধ জমা দেওয়ার প্রক্রিয়া

তিন হাজার (৩০০০) শব্দের গবেষণাপত্র জমা দেওয়ার সময়সীমা: ১ অক্টোবর - ১ নভেম্বর, ২০২১

বাংলা লেখা অভ্র ইউনিকোড-এ পাঠাতে হবে।

উৎসনির্দেশরীতি:  বাংলা গবেষণাপত্রের জন্য ‘বঙ্গবিদ্যা উৎসনির্দেশরীতি’; ইংরেজি গবেষণাপত্রে উৎসনির্দেশের জন্য এ. পি. এ. রীতি।

প্রবন্ধ জমা দেওয়ার লিংক: https://icbs.bangabidya.org/

গবেষণাপত্র সম্পর্কে সিদ্ধান্ত জানানোর তারিখ: ৩০ নভেম্বর, ২০২১

(অতিমারির কারণে তারিখ পরিবর্তিত হতে পারে।)

 

নিবন্ধীকরণ

নিবন্ধীকরণের চাঁদা- ৫০০/- 

গৃহীত গবেষণাপত্রের লেখকদের নিবন্ধীকরণচাঁদা জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য গবেষণাপত্র সম্পর্কে সিদ্ধান্তের সঙ্গে জানিয়ে দেওয়া হবে।

 

অধ্যাপক অমিতাভ চক্রবর্তী,

সাধারণ সম্পাদক,

আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ।

যোগাযোগ: confdec21@bangabidya.org

 
 

     
     
     
     

    top